রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বহু আহত, কয়েকজন গুলিবিদ্ধ: দাবি শিক্ষক নেতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
আহত শিক্ষকরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন
expand
আহত শিক্ষকরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন মাসুদ দাবি করেছেন, পুলিশ শিক্ষকদের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে, এতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন এবং কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের জানান, “আমাদের অনেক শিক্ষক আহত। বেশ কয়েকজনের শরীরে রাবার বুলেট লেগেছে। একজন শিক্ষককে কপালের পাশে গুলিবিদ্ধ অবস্থায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষকরা “কলম বিসর্জন কর্মসূচি” ঘোষণা করে শাহবাগের দিকে অগ্রসর হন। পথে পুলিশ বাধা দিলে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুসারে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি, আর শিক্ষক সংখ্যা প্রায় ৩ লাখ ৮৪ হাজার। সম্প্রতি প্রধান শিক্ষকদের বেতন-গ্রেড উন্নীত করার পর সহকারী শিক্ষকরা এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

এদিকে আন্দোলনরত শিক্ষক সংগঠন ‘প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ’ সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে। দাবিগুলো বাস্তবায়িত না হলে তারা ২৩–২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ২৫–২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, ১১ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে তারা পরীক্ষা বর্জনসহ আমরণ অনশন কর্মসূচিতে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন