

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তিন দফা দাবির পক্ষে আজ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করছেন দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের এই আন্দোলন কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকরা মূলত তিনটি দাবিতে আন্দোলনে নেমেছেন— ১️. সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা, ২️. ১০ বছর ও ১৬ বছর পূর্ণ শিক্ষকদের উচ্চতর গ্রেড সমস্যা সমাধান করা, এবং ৩️. শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা।
এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে একাধিক সংগঠন—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (শাহিন-লিপি), সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদসহ আরও কয়েকটি শিক্ষক সংগঠন।
শিক্ষক নেতারা জানিয়েছেন, আজকের কর্মসূচিতে প্রায় ২০ হাজার শিক্ষক উপস্থিত থাকার আশা করছেন তারা। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও শিক্ষকদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছেন বলে জানা গেছে।
বর্তমানে দেশে মোট ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করা হয়। তবে সহকারী শিক্ষকরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন এবং সমান মর্যাদা নিশ্চিতের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য করুন
