শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
টিএসসি কেন্দ্রের ব্যালট ইস্যু ফাঁসের হুমকি

আমার সামনে দিয়ে বের হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
রোকেয়া হল সংসদের সমাজসেবা সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসা
expand
রোকেয়া হল সংসদের সমাজসেবা সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসা

ডাকসু নির্বাচনের সময় টিএসসি কেন্দ্রে আগে থেকেই শিবির–সমর্থিত ভিপি ও জিএস প্রার্থীর নামে ক্রস চিহ্ন দেওয়া ব্যালট নিয়ে যে অভিযোগ উঠেছে, সেটিকে মিথ্যা প্রোপাগান্ডা বলে দাবি করেছেন রোকেয়া হল সংসদের সমাজসেবা সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টা ২১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, যে শিক্ষার্থী এ ধরনের খবর ছড়াচ্ছেন তাকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। হাফসা সতর্ক করে বলেন, “মিথ্যা প্রোপাগান্ডার কারণে রোকেয়া হলের ভোট প্রশ্নবিদ্ধ হলে আমি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।”

হাফসা লিখেছেন, “আমার সামনে দিয়েই আপনি বের হয়ে এসব ছড়াচ্ছেন। প্রথমে আমিও হতবাক হয়েছিলাম, কিন্তু প্রমাণ ছাড়া কিছু প্রচার করিনি। এই একটি ঘটনায় যদি হলের চার হাজার ভোট প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আমি নিজেই দৃঢ় অবস্থান নেব।”

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে টিএসসি কেন্দ্রের ক্যাফেটেরিয়া কক্ষে আগে থেকেই ব্যালটে চিহ্ন থাকার অভিযোগ তুলেছিলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। তার অভিযোগ, তার বান্ধবী যে ব্যালট পান, সেটিতে শিবির–সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস দেওয়া ছিল।

এ বিষয়ে কায়েম অভিযোগ অস্বীকার করে বলেন, “এটা একটি ষড়যন্ত্র। একুশে হলে ছাত্রদলের পক্ষে ক্রস দেওয়া ব্যালটের খবর এসেছে, এখন টিএসসিতে একই নাটক সাজানো হচ্ছে। যারা এই অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন