

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেছেন, অধীনস্থদের প্রতি সবসময় সহানুভূতিশীল হতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশে তিনি এ কথা বলেন। এসময় ডিএমপি কমিশনার বিভিন্ন পদবীর পুলিশ সদস্যদের বক্তব্য শুনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
আসন্ন নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে সভায় ডিএমপি কমিশনার বলেন, পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোন রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের সুবিধার্থে থানার ডিউটি অফিসারের কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে।
মন্তব্য করুন