

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বেয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে নিহত হন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠী গ্রামের আবুল কালাম আজাদ (৩৬)।
হঠাৎ স্বামীহারা হয়ে দিশেহারা তাঁর স্ত্রী আইরিন আক্তার প্রিয়া। ভেতরে গভীর শোক থাকলেও দুই শিশুসন্তানের ভবিষ্যতের কথা ভেবে এখন নিজেকে দৃঢ় রাখার চেষ্টা করছেন তিনি। সন্তানদের মানুষ করার দায়িত্ব নিতে চাকরির সুযোগ চান প্রিয়া।
সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারের একজনকে চাকরির সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়, যা কাজে লাগাতে চান প্রিয়া।
গত রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত কালাম ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিয়মিত গ্রামের ভাই-বোনদের কাছেও সহায়তা পাঠাতেন তিনি।
নিহতের ভাবী আসমা বেগম জানান, “সেদিন সকালেই কালামের সঙ্গে শেষবার কথা হয়েছিল। সে বলেছিল, খুব শিগগির বাড়ি এসে সবাইকে দেখবে। কিন্তু ফিরল লাশ হয়ে।”
পরিবারের সদস্যদের মধ্যে আবুল কালাম ছিলেন সবচেয়ে ছোট। বাবা-মা অনেক আগেই মারা গেছেন। ভাইবোনদের সঙ্গেই বড় হয়েছেন তিনি। পরিবারের একজন সদস্য বিদেশে কর্মরত অবস্থায় মারা গেছেন আগেই।
কালাম ও প্রিয়া দম্পতির দুই সন্তান-ছেলে আবদুল্লাহ (৫) ও মেয়ে সুরাইয়া (৩)। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী প্রিয়া এখন সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো উপযুক্ত চাকরির আশায় রয়েছেন।
দুর্ঘটনার পর সড়ক পরিবহন উপদেষ্টা মো. ফয়জুল কবীর ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেন এবং চাকরির আশ্বাস দেন। তবে পরিবারের দাবি, ক্ষতিপূরণের পাশাপাশি দুর্ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কারো অবহেলায় এমন প্রাণহানি না ঘটে।
নিহতের বড় ভাই খোকন চোকদার বলেন, আমার ভাইয়ের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের বিচার চাই। যেন আর কোনো পরিবার এভাবে শোকের ভার বইতে না হয়।
নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    