

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ বিমান বাহিনী আগামী সপ্তাহে কক্সবাজারের উপকূলীয় দুটি এলাকায় গোলাবর্ষণ মহড়া পরিচালনা করবে।
এ কারণে স্থানীয় নাগরিক ও জেলেপ্রতিষ্ঠানসহ সাধারণ মানুষকে নির্ধারিত সময়ের মধ্যে ওই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সরকারের পক্ষ থেকে মোবাইল ফোনে পাঠানো এক বার্তায় জানানো হয়, বিমান বাহিনীর যুদ্ধবিমান ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত কুতুবদিয়া ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ এলাকায় বোমা নিক্ষেপ ও গোলাবর্ষণ প্রশিক্ষণ পরিচালনা করবে।
নাগরিক নিরাপত্তার স্বার্থে ওই সময়ে সমুদ্র উপকূল, আশপাশের দ্বীপ ও আকাশপথে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন
