বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফ্লোটিলা বহর আটকের ঘটনায় কঠোর নিন্দা জানালো বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১০:৩৩ এএম
expand
ফ্লোটিলা বহর আটকের ঘটনায় কঠোর নিন্দা জানালো বাংলাদেশ

গাজায় অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা ৪২টি নৌযানের (সুমুদ ফ্লোটিলা) মধ্যে ৪১টি আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর হাতে আটকের ঘটনা ঘটেছে।

মানবিক সহায়তা বহনকারী এ নৌবহর আটক করায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৩ অক্টোবর) প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের নগ্ন দৃষ্টান্ত।

বাংলাদেশ সরকার জানিয়েছে, মানবিক সহায়তাকারী নৌযান ও কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিলিস্তিনি জনগণের সঙ্গে বৈশ্বিক সংহতির প্রতীক হিসেবে এই ফ্লোটিলা গিয়েছিল। অথচ ইসরায়েল এখনও গাজার সাধারণ মানুষকে জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।

বাংলাদেশ সরকার একই সঙ্গে ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীরের অবৈধ দখলদারিত্বের অবসান, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং গাজার ওপর গণহত্যামূলক যুদ্ধ ও অবরোধ বন্ধের আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে যে বাংলাদেশের সরকার ও জনগণ এই কঠিন সময়ে ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করে যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন