

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকায় প্রতিদিন নানা সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি আয়োজন করে থাকে।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মূল কিছু কর্মসূচি হলো:
বিএনপির কর্মসূচি
বেলা ১১টা: জাতীয় প্রেস ক্লাবের সামনে কবিতা পাঠ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সন্ধ্যা ৬টা: শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠী উপলক্ষে শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মসূচি
সকাল ৯টা: ফার্মগেটের কৃষি খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাঙ্গণে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন ডেইরি উন্নয়ন প্রকল্পের ৬১ জেলার ৪২০০ জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার। মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ এলএসপি কল্যাণ পরিষদ দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি
বিকাল ৫টা: বাংলাদেশ সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজ প্যাকেজ-২০২৬ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে হজ প্যাকেজ ঘোষণা করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মসূচি
বিকাল ৩টা ৪৫ মিনিট: ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা ও মহড়া সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে ব্রিফ করবেন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মন্তব্য করুন
