শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতি পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান ড. ইউনূসের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত
expand
নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের জাতি পুনর্গঠনের কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে ‘গ্লোবাল বাংলাদেশিদের ক্ষমতায়ন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, শুরু থেকেই সরকার প্রবাসীদের দেশ গঠনের কাজে যুক্ত করতে চায়। শুধু মতামত দেওয়াই যথেষ্ট নয়, বরং মাঠে নেমে একসাথে কাজ করলেই দেশের জন্য বড় অবদান রাখা সম্ভব। প্রবাসীদের উদ্যোগ ও উপস্থিতি সরকারের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এক বছর আগে কী পরিস্থিতিতে তিনি অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন, সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ পুনর্গঠনের পথে রয়েছে এবং এ প্রক্রিয়ায় প্রবাসীদের যে যেখানে আছেন, সেখান থেকেই দেশের জন্য অবদান রাখতে হবে।

রেমিট্যান্স প্রবাহে ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জনে প্রবাসীদের অবদানকে তিনি বিশেষভাবে প্রশংসা করেন। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, জুলাই বিপ্লবের পর গত ১৫ মাসে রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। তিনি প্রবাসীদের অব্যাহত সহযোগিতা কামনা করেন এবং আগাম নির্বাচনে ভোটদানের বিষয়েও ধারণা দেন।

‘সেতুবন্ধন: বর্তমান পরিস্থিতি ও প্রবাসীদের সম্পৃক্ততা’ শীর্ষক আলোচনায় অংশ নেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ড. সাইয়েদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন। তারা জুলাই-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মতামত তুলে ধরেন।

পরে ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আরেক আলোচনায় অংশ নেন এনসিপি নেত্রী তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির এবং জামায়াত নেতা নাকিবুর রহমান। সেশনের সঞ্চালনা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

অনুষ্ঠানের সমাপনীতে প্রধান উপদেষ্টা ‘শুভেচ্ছা’ নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন, যা প্রবাসীদের জন্য বিনিয়োগ, জরুরি সেবা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সহজলভ্য করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন