বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর আপিলে মনোনয়ন হারালেন স্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:৪১ পিএম
expand
স্বামীর আপিলে মনোনয়ন হারালেন স্ত্রী

কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কে এম ফজলুল মন্ডলের করা আপিলের পর তার স্ত্রী, বাংলাদেশ সুপ্রিম পার্টি–সমর্থিত প্রার্থী মোছা. শেফালী বেগমের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে কে এম ফজলুল মন্ডলের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) রিটার্নিং কর্মকর্তার আগে দেওয়া শেফালী বেগমের বৈধ মনোনয়নপত্রের সিদ্ধান্ত বাতিল করে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসন থেকে স্বামী-স্ত্রী দুজনই মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রাথমিকভাবে উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন।

একই সংসদীয় আসনে স্বামী ও স্ত্রী ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়ায় স্থানীয় রাজনীতি এবং ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়।

এ বিষয়ে কে এম ফজলুল মন্ডলের দাবি, তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে। তবে শেফালী বেগমের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, আইনি দৃষ্টিতে কে এম ফজলুল মন্ডল এখনো তার স্বামী।

দীর্ঘদিন ধরে মনোমালিন্য থাকলেও তাদের বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে বহাল রয়েছে। জানা যায়, সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়ায় শেফালী বেগমের মনোনয়নপত্র বাতিলের জন্য ইসিতে আবেদন করেন স্বামী কেএম ফজলুল মন্ডল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X