

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ৪২ জন প্রার্থী।
সোমবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক বুথের হিসাব থেকে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আপিলের প্রথম দিনে ঢাকা অঞ্চল থেকে সবচেয়ে বেশি আবেদন এসেছে ১৫টি। এছাড়া, ফরিদপুর অঞ্চলে ৭টি, রাজশাহী অঞ্চলে ৫টি, কুমিল্লা অঞ্চলে ৫টি, রংপুর ও খুলনা অঞ্চলে ৩টি করে, চট্টগ্রাম অঞ্চলে ২টি এবং ১টি করে আবেদন জমা হয়েছে ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলের বুথে। তবে সিলেট অঞ্চল থেকে এদিন কোনো আপিল জমা পড়েনি।
আগামী ৯ জানুয়ারি পর্যন্ত এ আপিল গ্রহণ চলবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল আবেদন নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।
মন্তব্য করুন
