

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মনোনয়নপত্র বৈধ বা বাতিল হওয়া সকল প্রার্থীর যেকোনো বিষয়েই অভিযোগ বা আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেছেন, দ্বৈত নাগরিকত্বসহ হলফনামায় মিথ্যা তথ্য, তথ্য গোপন কিংবা হলফনামা জমা দিতে বাধা পাওয়ার মতো সব ধরনের অভিযোগই শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
সোমবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল আবেদন দাখিলের বুথ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আখতার আহমেদ বলেন, বাছাইয়ে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে যে ব্যক্তি বা সংক্ষুব্ধ প্রার্থী আপিল করতে পারবেন। আমরা কাগজটা নেব, পরে পরীক্ষান্তর সিদ্ধান্ত দেওয়া হবে।
আগামী নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। এই আপিল কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
আপিলের জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ আপিল করতে পারবেন ইসিতে।
মন্তব্য করুন
