বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খেতে যাওয়ায় ৩ কর্মকর্তাকে প্রত্যাহার, যা বলছে পুলিশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
expand
খেতে যাওয়ায় ৩ কর্মকর্তাকে প্রত্যাহার, যা বলছে পুলিশ

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দফতর থেকে ব্যাখ্যাও দেওয়া হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ সদর দফতরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

যেসব কর্মকর্তা ক্লোজ হয়েছেন তারা হলেন— মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।

সদর দফতরের ব্যাখ্যায় বলা হয়, গুরুত্বপূর্ণ সময়ে পুলিশের দায়িত্ব ও কার্যক্রম নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী পরিচালিত হওয়ার কথা। ডিউটির পাশাপাশি খাবার ও বিশ্রামের সুযোগ থাকলেও তা পালাক্রমে করতে হয়, যাতে দায়িত্ব পালনে শূন্যতা তৈরি না হয়। উল্লিখিত কর্মকর্তারা এই নিয়ম মানেননি, এজন্য তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পূর্বেই নির্দেশ দিয়েছিলেন— কোনো থানা এলাকায় আওয়ামী লীগের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনতে হবে। এই নির্দেশনা অনুসারে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকা পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

তখন তিনি দেখতে পান, দায়িত্বে থাকার পরও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের খাওয়া-দাওয়া ও বিশ্রামে ব্যস্ত। এ অবহেলার কারণে সঙ্গে সঙ্গেই তাদের ক্লোজ করার নির্দেশ দেন তিনি। ঘটনার পর সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসানকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন