শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করলো কানাডা সরকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
expand
বাংলাদেশের ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করলো কানাডা সরকার

কানাডা সরকার বাংলাদেশের ভ্রমণের জন্য নিজ দেশের নাগরিকদের উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সাধারণ ভ্রমণের জন্য ‘হলুদ সংকেত’ জারি করা হয়েছে, যা নির্দেশ করে যে ভ্রমণের সময় নাগরিকদের বাড়তি সতর্ক থাকা উচিত।

তবে বাংলাদেশের পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—ভ্রমণের ক্ষেত্রে ‘লাল সংকেত’ জারি করা হয়েছে। লাল সংকেত মানে ওই এলাকায় ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ বা সর্বোচ্চ সতর্কতা জরুরি।

কানাডা সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি, হরতাল, অবরোধ, সম্ভাব্য বিক্ষোভ ও সংঘর্ষের কারণে নিরাপত্তার অবস্থা যেকোনো সময় হঠাৎ খারাপ হতে পারে। এমন পরিস্থিতির আগাম সতর্কতা নাও পাওয়া যেতে পারে। তাই ভ্রমণকালে নাগরিকদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।

পার্বত্য তিন জেলায় ভ্রমণ এড়িয়ে চলার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এই অঞ্চলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংঘাতের ঝুঁকি রয়েছে। ফলে কানাডার নাগরিকদের ওই এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন