শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মডেল মেঘনা আলম ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম
মডেল মেঘনা আলম।
expand
মডেল মেঘনা আলম।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান এবং এলাকার উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, নাকি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করবেন—সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।

ফেসবুক পোস্টে মেঘনা আলম উল্লেখ করেন, ঢাকা-৮ আসনকে তিনি দেশের নারীদের জন্য সবচেয়ে নিরাপদ আসন হিসেবে গড়ে তুলতে চান।

তিনি বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে অতীতে বহুবার ‘দেশকে সিঙ্গাপুর বানানো হবে’—এমন উচ্চাশী কিন্তু বাস্তবায়নহীন প্রতিশ্রুতি শোনা গেছে। বাস্তবে একটি দেশ বা অঞ্চলকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রয়োজন এমন নেতৃত্ব, যার চিন্তাভাবনা, শিক্ষা ও সামাজিক অভিজ্ঞতায় বৈশ্বিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে এবং যিনি আন্তর্জাতিক পরিসরেও গ্রহণযোগ্য। তার দাবি, তিনি কেবল কথার প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার সক্ষমতার প্রতিনিধিত্ব করেন।

পোস্টে বলা হয়, বিশেষ করে ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন। এছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান।

এতে বলা হয়, জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম, (গোসল ও ব্রেস্টফিডিং করার, বাচ্চার ডায়াপার চেঞ্জ করার জায়গা) ও কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালু করা হবে, যাতে বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী বা পার্কে হাঁটতে বের হওয়া মানুষ সবাই পরিচ্ছন্ন থাকার সুযোগ পান।

এই কারণেই মেঘনা আলম এমপি হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X