শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
ছবি: প্রতীকী
expand
ছবি: প্রতীকী

রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) নামে জাতীয় পার্টির (জাপা) এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শহিদুল ইসলাম বাবলু বাগেরহাট জেলার জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক। বাগেরহাট সদর কচুয়া উপজেলায় তার গ্রামের বাড়ি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এর আগে একই দিন দুপুর দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বিজয়নগরের ওই আবাসিক হোটেল থেকে হাজরা শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে পল্টন থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, আমরা সংবাদ পেয়ে হোটেলে ভাড়া করা কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

মৃতের ভাগ্নি জামাই শাহীন বলেন, তিনি হার্টের রোগী। গত রমজান মাসে তিনি স্ট্রোক করেছিলেন। আমরা ধারণা করছি, তিনি হয়তো স্ট্রোক করে মারা গেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X