সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইজিপিকে অপসারণে সরকারকে লিগ্যাল নোটিশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
আইজিপি বাহারুল আলম
expand
আইজিপি বাহারুল আলম

বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে একাধিক দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ত্রুটির অভিযোগ ওঠায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে পদ থেকে সরানোর দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন সচিব এবং আইন সচিবের কাছে এই নোটিশ প্রেরণ করেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আইজিপিকে অপসারণ করতে হবে; তা না হলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন এবং অ্যাডভোকেট মো. আতিকুর রহমান।

সম্প্রতি প্রকাশিত তদন্ত প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে, যেখানে দায়িত্ব পালনে ব্যর্থতা, রাজনৈতিক উদ্দেশ্য সাধনে সক্রিয় ভূমিকা এবং বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালনকালে বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে উদ্যোগ নেওয়ার মতো অভিযোগ উল্লেখ করা হয়।

প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের ভেতরে এ নিয়ে আলোচনার ঝড় উঠেছে। আইজিপির ভবিষ্যৎ পদমর্যাদা বা অবস্থান নিয়েও চলছে বিভিন্ন জল্পনা-কল্পনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X