

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অর্থসহায়তার প্রতিশ্রুতি দিতে না পারলেও মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করছেন।
তিনি বলেন, এই নির্বাচনে আমার প্রকৃত শক্তি হবে সাধারণ ভোটাররা—তারা-ই আমার এজেন্ট।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামে প্রচারণার অংশ হিসেবে একটি পদযাত্রা চলাকালে তিনি এ কথা বলেন। ভোটারদের উদ্দেশে তিনি অনুরোধ করেন—তার সালাম যেন জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, অনেকেই অভিযোগ করেন—তাদের এজেন্টের ঘাটতি আছে। কিন্তু তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছর যাদের শক্তিশালী এজেন্ট নেটওয়ার্ক ছিল, তারাও ক্ষমতাসীন দলকে হটাতে পারেননি।
তিনি আরো বলেন, যখন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, তখন নানা দলের মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। একইভাবে নির্বাচনেও সৎভাবে কাজ করতে পারলে অন্য দলের সাধারণ মানুষও আমাদের সঙ্গে আসবে।” তিনি বিশ্বাস প্রকাশ করেন, আগামীর নির্বাচনে প্রতিটি ভোটারই তার প্রতিনিধি হয়ে কাজ করবে।
এর আগে ভোরে ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের বড়বাড়ি থেকে দিনের প্রচারণা শুরু করেন তিনি। এতে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন।
মন্তব্য করুন

