শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার নিরাপত্তায় হাসপাতালে দায়িত্ব নিয়েছে এসএসএফ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম
expand
খালেদা জিয়ার নিরাপত্তায় হাসপাতালে দায়িত্ব নিয়েছে এসএসএফ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণার একদিন পর এভারকেয়ার হাসপাতালে এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) দায়িত্ব পালন শুরু করেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে ভিভিআইপি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যগণ হাসপাতালে ডিউটি শুরু করেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির

এরআগে সোমবার (১ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার।

এতে করে তার নিরাপত্তা পাবে এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স)। প্রয়োজনে তার পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরাও এসএসএফ সুরক্ষা পাবেন বলে জানা গেছে।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের দুই উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তারা দেশবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ারও আবেদন করেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X