শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইল ফোন আমদানিতে বড় ছাড়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

স্মার্টফোনের বাজারে স্থিতিশীলতা আনা ও অবৈধ হ্যান্ডসেট প্রবেশ রোধে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মোবাইল ফোন আমদানিতে মোট করহার ৬১ শতাংশ থেকে কমিয়ে ৪৩.৪ শতাংশে নামানো হয়েছে। পাশাপাশি দেশে মোবাইল ফোন সংযোজন বা অ্যাসেম্বলি শিল্পকে আরও উৎসাহিত করতে স্থানীয় পর্যায়ে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাজারে আন-অফিসিয়াল ও চোরাই মোবাইল ফোনের দাপট বন্ধ করতেই সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, বাজারে আন-অফিসিয়াল ও চোরাই মোবাইল ফোনের দাপট বন্ধ করতেই সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যারা দেশে মোবাইল ফোন সংযোজন বা অ্যাসেম্বলিং করছেন, তাদের ক্ষেত্রে আগে ১০ শতাংশ আমদানি শুল্ক দিতে হতো। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে এবং উৎপাদন খরচ কমাতে এখন থেকে তাদের মাত্র ৫ শতাংশ শুল্ক দিতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X