

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীতে দুইটি আসনের ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। প্রার্থীতা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে নরসিংদী-২ পলাশে ৩ জন এবং নরসিংদী-৪ মনোহরদী-বেলাব সংসদীয় আসনে ১ জনসহ মোট বাদ পড়ছেন ৪জন প্রার্থী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নির্ধারিত দিনে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রার্থীতা যাচাই-বাছাইয়ে বাদ পড়েন ৪ জন প্রার্থী। এর আগে গত সোমবার (২৯ ডিসেম্বর) নরসিংদীর পলাশ আসনে ৮ জন এবং মনোহরদী-বেলাব আসনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, নরসিংদী-২ পলাশ আসনের ইনসানিয়াত বিল্পব মনোননী প্রার্থী, মো. ইব্রাহীম, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মহসিন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ. এন.এম রফিকুল রফিকুল আলম সেলিম।
অপর দিকে নরসিংদী-৪ (মনোহরদী- বেলাব) আসনে দাখিলকৃত মনোনয়ন ফরমে প্রস্তাব কারীর স্বাক্ষর জাল করার লিখিত অভিযোগে মনোনয়ন ফর্ম বাতিল হয় বাংলাদেশ কংগ্রেস মনোনীত পার্থী কাজী শরিফুল ইসলাম (শাকিলের)।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে ২টি আসনে কার্যবিধি অনুযায়ী প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হয়। আবেদনপত্রের শর্তপূরণ না হওয়ায় দুই আসনে ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তারা আপিল কার্যক্রমে অংশ নিতে পারবে।
মন্তব্য করুন
