শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফের কমলো স্বর্ণের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম
স্বর্ণের গহনা
expand
স্বর্ণের গহনা

দেশের স্বর্ণবাজারে আবারও দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বাজুসের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার (২ জানুয়ারি) থেকে নতুন মূল্য কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) স্বর্ণের ভরি প্রতি দাম কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা।

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার ঘোষিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার মান ও ডিজাইনভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।

স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) প্রতি ভরি ৯৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ৬ হাজার ৬৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের রুপা ভরি প্রতি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি ৩ হাজার ৭৩৩ টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X