শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের স্বার্থে বিএনপির সঙ্গে কাজ করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন আগামীতে দেশের স্বার্থে বিএনপির সঙ্গে কাজ করবে জামায়াত। এছাড়া আসন্ন নির্বাচন নিয়ে তারেক রহমানের সাথে আলোচনা হয়েছে ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে তিনি একথা বলেন।

জামায়াতে আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশ এখন গুরুত্বপূর্ণ বাঁকে আছে। জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন সুন্দর, নির্বিঘ্ন হবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের পর সরকার গঠনের আগে প্রয়োজনে আবারও আলোচনায় বসা যাবে।

জামায়াত আমির বলেন, ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে খালেদা জিয়া চলে গেছেন। গতকাল তার বিদায়ের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মানুষ আবেগ ও চোখের পানি দিয়ে বিদায় জানিয়েছে। এটা তার পাওনা ছিল। তিনি জাতির জন্য যা করেছেন সেই পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ৫ বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কিছু চিন্তা করতে পারি কি না সেটাও আমাদের স্বার্থকতা। নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে আমরা বসবো, খোলা মনে কথা বলবো জাতির কথা চিন্তা করবো এবং জাতির জন্য সিদ্ধান্ত নেবো। খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করে গেছেন তার ওপর দাঁড়িয়ে আমরা যেন দায়িত্ব পালন করতে পারি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X