শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের নিয়ে প্রশিক্ষণ, জামায়াত নেতাকে জরিমানা  

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম
কামারখন্দ উপজেলার মাদ্রাসা সুপার ও প্রশাসন
expand
কামারখন্দ উপজেলার মাদ্রাসা সুপার ও প্রশাসন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নারীদের নিয়ে দলীয় কর্মসূচি আয়োজন করার অভিযোগে মাদ্রাসা সুপার জামায়াতের এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানান কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। দণ্ড পাওয়া ইউসুফ আলী কামারখন্দ উপজেলা জামায়াতের আমির ও ওই মাদ্রাসার সুপার।

আব্দুল্লাহ আল মামুন বলেন, “ওই মাদ্রাসার একটি কক্ষে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে প্রায় ১২০ থেকে ১৫০ নারীকে নিয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়।

“বিধি মোতাবেক তফসিল ঘোষণা থেকে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো নির্বাচনি প্রচার চালানো যাবে না এবং কোনো শিক্ষক প্রচারে অংশগ্রহণ করতে পারবেন না। অথচ ওই মাদ্রাসার সুপার উভয় বিধি ভঙ্গ করেছেন।”

নির্বাচনি আচরণ বিধিমালা, ২০২৫ এর ২০ (খ) বিধি ভঙ্গ করায় ২৭ বিধি অনুযায়ী তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, “ওই মাদ্রাসায় জামায়াতের নারী এজেন্টদের নিয়ে আলোচনা করা হচ্ছিল। বিষয়টি জানার পর দ্রুত তা বন্ধ করা হয়।

“প্রশাসন ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি, তারপরও জরিমানা করা হয়েছে। আমরা এ বিষয়ে কামারখন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলব।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X