

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তীব্র শীতের কষ্ট লাঘবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং কিশোর আলো যুব সংগঠন, চরভদ্রাসনের সহযোগিতায় মোট ৩০০ পিস কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রথম পর্যায়ে উপজেলার ৪ নম্বর গাজীরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী। পরে চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার দুটি গুচ্ছগ্রামের অসহায় মানুষের মাঝেও কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে উপকারভোগীরা জানান, তীব্র শীতে এই কম্বল তাদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে। উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন বলেন, “শীতের তীব্রতা আরও বাড়লে পর্যায়ক্রমে অতিরিক্ত শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন
