শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান ট্রাভেল পাশ চাওয়া মাত্র ইস্যু করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
expand
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনও ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকার এখানো কিছু জানে না। তিনি ট্রাভেল পাস চাওয়া মাত্র ইস্যু করা হবে। তার ঢাকায় আসার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি সরকারকে।

মঙ্গলবার (২ ডিসেম্বরে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা। দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ‘দল বা পরিবার সিদ্ধান্ত নিলে তাকে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।’

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই তাকে ‘ওয়ান টাইম পাস’ দিতে পারার কথা জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত ৩০ নভেম্বর তিনি বলেছিলেন, ‘এটাতে একদিন লাগে। তিনি যদি আজকে বলেন যে আসবেন, আগামীকাল হয়তো এটা দিলে পরশুদিন প্লেনে উঠতে পারবেন, অসুবিধা নেই।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X