শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে সীমান্তে বিজিবি সদস্য নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম
সিপাহী মো. নাসিম উদ্দিন (২৩)
expand
সিপাহী মো. নাসিম উদ্দিন (২৩)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্তে দায়িত্ব পালনের প্রস্তুতিকালে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে।

নিহত বিজিবি সদস্যের নাম সিপাহী মো. নাসিম উদ্দিন (২৩)। তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামে। তিনি বাবুল মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে টহলে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় ক্যাম্প এলাকায় ঘটনাটি ঘটে। সহকর্মীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X