সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর নির্দেশনা, না মানলে ব্যবস্থা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক, নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী নেওয়ার জন্য কঠোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সময়সূচি যেকোনো কারণে উপেক্ষা করলে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে মাউশির সরকারি মাধ্যমিক শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষরিত পরিপত্রে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী পরীক্ষা চলবে।

এ ছাড়া, ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সারাদেশের সব সরকারি-বেসরকারি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) প্রতিষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসব পরীক্ষা যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষকে।

পত্রে আরও সতর্ক করা হয়েছে- পরীক্ষা পরিচালনায় কোনো শিক্ষক বা কর্মকর্তা গাফিলতি কিংবা অনিয়ম করলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X