শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় ৫ দিনের রিমান্ডে এনায়েত করিম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০২:২৬ পিএম
expand
সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় ৫ দিনের রিমান্ডে এনায়েত করিম

বাংলাদেশ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইসতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তাকে দুটি দফায় মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনের পরিদর্শক মো. আখতার মোর্শেদ সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী শাহিনুর ইসলাম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন, তবে আদালত সেই আবেদন নাকচ করে নতুন রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ওমর ফারুক ফারুকী।

মামলার নথিতে উল্লেখ রয়েছে, এনায়েত করিম চৌধুরী ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রে যান এবং ২০০৪ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। তদন্তকারীদের অভিযোগ— তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের পরিকল্পনা নিয়ে গত ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকায় আসেন।

পুলিশ জানায়, ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকায় একটি প্রাডো গাড়িতে “সন্দেহজনকভাবে ঘোরাঘুরি” করার সময় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব না পাওয়ায় তাকে হেফাজতে নেওয়া হয় এবং তার কাছ থেকে দুটি আইফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে এই মামলায় তার সহযোগী হিসেবে এস এম গোলাম মোস্তফা আজাদ, জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশীদ এবং যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিফাতুল ইসলাম পাভেলকেও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন