বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের চিন্তাধারা  জাতীয় চেতনাবিরোধী: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০১:৫০ পিএম
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
expand
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না— কারণ তাদের রাজনৈতিক দর্শন ও অতীত কর্মকাণ্ড দেশের স্বাধীনতা, মানচিত্র এবং জাতীয় চেতনার পরিপন্থী। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন।

নাসীরুদ্দীন লিখেছেন, জামায়াত বারবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, কিন্তু প্রতিবারই জনগণ এক কণ্ঠে প্রতিধ্বনি তুলেছে— এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না।

তিনি আরও বলেন, আমরা এমন এক বাংলাদেশে বিশ্বাস করি যেখানে ন্যায়, মানবতা ও সংহতি প্রতিষ্ঠিত থাকবে। প্রত্যেক নাগরিকের মত প্রকাশের অধিকার আছে, কিন্তু সেই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের হাতিয়ার হতে পারে না। প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, ধর্মের নামে বিভাজনের রাজনীতি কিংবা রাষ্ট্র দখলের চেষ্টা— এসব আর কখনোই সফল হবে না।

পাটওয়ারী উল্লেখ করেন, বাংলাদেশের কওমী, সুন্নী, হিন্দু, তরুণ ও প্রগতিশীল সব শ্রেণির মানুষ আজ এক বন্ধনে আবদ্ধ— শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার পথে হাঁটার প্রতিশ্রুতিতে।

তিনি বলেন, যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে, যে আকাশে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের ধ্বনি একসময় প্রতিধ্বনিত হয়েছিল, সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কোনো দিনই টিকতে পারবে না। আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয়, বরং সুরক্ষা— বাংলাদেশের মানচিত্র, ইসলাম ও আলেম-উলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব।”

তবে ঘৃণার পরিবর্তে মানবতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, “যারা বিভ্রান্ত পথে গেছে, তাদের জন্য আমাদের দরজা খোলা। তারা যেন ফিরে আসে ন্যায়, গণতন্ত্র ও মুক্তচিন্তার বাংলাদেশে।

তার ভাষায়, এই দেশ কারও শত্রুতা নয়— এটি সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও এক নতুন ভবিষ্যতের আহ্বানের বাংলাদেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন