

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৮ জন রোগী।
বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২০২ জন ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগীয় পর্যায়ে যারা ভর্তি হয়েছেন তাদের মধ্যে রয়েছে—ঢাকা বিভাগের অন্যান্য জেলা ১৫৮ জন, চট্টগ্রাম ৮৫ জন, বরিশাল ১৩৩ জন, ময়মনসিংহ ৫০ জন, খুলনা ৬২ জন, রংপুর ১৯ জন, রাজশাহী ৪৭ জন এবং সিলেট বিভাগে ২ জন।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৪২ জনের। আর বছর শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ১৫ জন রোগী।
মন্তব্য করুন
