

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল-এর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কায়ুম হোসেন নয়ন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাশিদা আক্তারের স্বামী আব্দুল মজিদ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের তদন্তের নির্দেশ দেন।
এর আগে, গত ৮ জুলাই অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে রাশিদা আক্তার বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে একটি মামলা করেছিলেন। অভিযোগ রয়েছে, সেই মামলা তুলে নেওয়ার জন্য ডিপজল ও তার সহযোগীরা ভুক্তভোগী নারীর স্বামীকে হত্যার হুমকি দেন-এমনকি মেরে বস্তাবন্দি করে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ারও ভয় দেখান।
নতুন মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, আগের মামলা করার পর থেকে ডিপজল ও তার সহযোগীরা ক্রমাগত হুমকি দিতে থাকে। ভয়ে রাশিদা আক্তার দারুস সালাম এলাকা থেকে যাত্রাবাড়ীতে চলে যান। কিন্তু গত ৪ সেপ্টেম্বর দম্পতি কাজে বাইরে থাকাকালে ডিপজলের সন্ত্রাসী বাহিনীর ১০–১২ জন তাদের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে, ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে, এবং তাদের কন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পৃথক একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
এছাড়া, ১ নভেম্বর আব্দুল মজিদ যাত্রাবাড়ী থানার পেছনে খাবার খেতে গেলে দুই ব্যক্তি তাকে ডেকে নিয়ে শনির আখড়ার একটি ভবনের পঞ্চম তলায় নিয়ে যায়। সেখানে তাকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হয়। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় এবং ডিপজল বন্দুক ঠেকিয়ে গুলি করার হুমকি দেন। জীবন ভিক্ষা চাওয়ার পর তাকে আহত অবস্থায় ফেলে রেখে যায় তারা।
মামলার অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা আব্দুল মজিদের কাছ থেকে ২০ হাজার টাকা নগদ এবং বিকাশে থাকা ৩,৫০০ টাকা ছিনিয়ে নেয়। দুই দিনের মধ্যে মামলা তুলে নেওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে রাশিদা আক্তার স্বামীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
৩ নভেম্বর তারা মামলা করতে যাত্রাবাড়ী থানায় গেলে, কর্তৃপক্ষ অভিযোগটি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
মন্তব্য করুন
