

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ বাপ্পী চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। আর দেশে ফিরবেন না, সেখানেই স্থায়ী হচ্ছেন। তবে অভিনেতা নিজেই বিষয়টি নাকচ করে দিয়েছেন।
যুক্তরাষ্ট্র থেকে এক সাক্ষাৎকারে বাপ্পী জানান, স্থায়ীভাবে থাকার কোনো পরিকল্পনা তার নেই। তার ভাষায়, “অনেকেই বলছেন আমি এখানেই থেকে যাচ্ছি—এটা একদম ঠিক নয়। পারিবারিক ব্যবসায়িক কাজে এসেছি, আগামী মাসেই দেশে ফিরে যাব।”
তিনি আরও বলেন, “বিদেশে স্থায়ী হওয়ার কোনো ইচ্ছা নেই। মিডিয়ায় যে কথাগুলো ঘুরছে, সেগুলো ভিত্তিহীন। দেশে ফিরলেই সব পরিষ্কার হয়ে যাবে।”
অভিনয় প্রসঙ্গে বাপ্পী মনে করেন, তাকে চলচ্চিত্রশিল্প ঠিকভাবে কাজে লাগাতে পারেনি। “অনেক দিন নতুন ছবিতে দেখা যায়নি, কিন্তু এখনো সিনেমাকে অনেক কিছু দিতে পারি,”—বললেন তিনি।
দুর্গাপূজার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে বাপ্পী বলেন, “এই প্রথম পূজার উৎসবে দেশে নেই। পরিবারকে খুব মিস করছি। দেশে থাকলে প্রতিটি মণ্ডপে যেতাম।”
উল্লেখ্য, বাপ্পী চৌধুরীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘শত্রু’, যা ২০২৩ সালে মুক্তি পায়। এরপর থেকে তার নতুন কোনো সিনেমা বড় পর্দায় দেখা যায়নি।
মন্তব্য করুন
