

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সংসারে এসেছে নতুন অতিথি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা।
সন্তান জন্মের খবরটি নিশ্চিত করেছেন দম্পতি নিজেরাই। ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে ভিকি কৌশল লিখেছেন, আমাদের জীবনে এসেছে অপরিসীম আনন্দ। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই। এই সুখবর ছড়িয়ে পড়তেই বলিউডের সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন নবদম্পতি।
গত সেপ্টেম্বরেই ভিকি-ক্যাটরিনা জানিয়েছিলেন, তারা নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন। যদিও এর আগে ক্যাটরিনার মাতৃত্ব নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল, তখন এক সাক্ষাৎকারে ভিকি কৌশল বলেন, “বাবা হওয়া এক আশীর্বাদ, আমি সেই মুহূর্তের অপেক্ষায় আছি। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো—জীবনের সবচেয়ে আনন্দময় অধ্যায়ে পা রাখলেন এই তারকা দম্পতি।
বিয়ের তিন বছরেরও বেশি সময় পর প্রথম সন্তান এলো তাদের ঘরে। ভিকি কৌশল একবার মজা করে বলেছিলেন, “মনে হচ্ছে এখন আর বাড়ি থেকে বের হব না,”—যা এখন যেন সত্যি হয়ে উঠেছে নতুন পিতৃত্বের আনন্দে।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা ও ভিকি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা।
মন্তব্য করুন