শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অনেক সান্ডা-পান্ডা লোক দাঁড়ায় থাকে: প্রসূন আজাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
জন্মদিনে পরীমনি, অভিনেত্রী প্রসূন আজাদ
expand
জন্মদিনে পরীমনি, অভিনেত্রী প্রসূন আজাদ

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি জন্মদিন উপলক্ষে মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরে পল্লবীতে সাংবাদিক ও সহকর্মীদের জন্য আয়োজন করেন।

এই পার্টিতে উপস্থিত ছিলেন লাক্স তারকা অভিনেত্রী প্রসূন আজাদ, যিনি সামাজিক মাধ্যমে পার্টির অভিজ্ঞতা ভাগ করেছেন।

প্রসূন লিখেছেন, পরীমণি মানুষদের দাওয়াত দেয়, অনেকেই আসে। কিন্তু যেখানে কিছু লোক দাঁড়িয়ে থাকে, তারা অতিথিদের পথ আটকে জিজ্ঞেস করে, ‘আপনি কে?

তিনি জানান, পার্টির নিরাপত্তাকর্মীরা মূলত অতিথিদের অপমান করার জন্য দায়িত্ব পালন করছিল।

প্রসূন বলেন, ‘কেউকে প্রশ্ন করার আগে গেস্ট লিস্ট থাকলে পরিস্থিতি অনেক সহজ হত।’

তিনি আরও যোগ করেছেন, “আমি মিডিয়ার কোনো অনুষ্ঠানে সাধারণত যাই না। তবে পরী আমার প্রিয় মানুষ, তাই এসেছি। উপস্থিত থেকেও ভালোভাবে নাম বলতে পারিনি, তবে অন্য সময়ে দেখা হবে।”

প্রসূন তার অভিনয় ও মডেলিং ক্যারিয়ারের কথাও স্মরণ করেছেন। ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার আগে তিনি নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন, যার মধ্যে ‘অচেনা হৃদয়’, ‘সর্বনাশা ইয়াবা’, ‘মুসাফির’ ও ‘পদ্মপুরাণ’ উল্লেখযোগ্য। বর্তমানে তিনি স্বামী ও সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন