

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কানাডার অন্টারিও প্রদেশের ওকভিল শহরের একটি সিনেমা হলে অগ্নিসংযোগ ও গুলি চালানোর ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে ভারতীয় চলচ্চিত্র ‘কানতারা টু’ এবং ‘ওজি’-এর প্রদর্শন স্থগিত করা হয়েছে।
প্রদেশের থিয়েটার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভারতীয় সিনেমা প্রদর্শনের কারণে এই হামলার ঘটনা ঘটেছে। জানা যায় ভারতীয় সিনেমা প্রদর্শন করলেই হামলা চালানো হবে বলে হুমকি দেয় বিক্ষদ্ধরা।
প্রতিবেদন অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর দুজন ব্যক্তি লাল রঙের গ্যাস ক্যান ব্যবহার করে সিনেমা হলের প্রবেশপথে আগুন লাগান।
এতে ভবনের বাইরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও, আগুন ভেতরে ছড়িয়ে পড়েনি। সিসি টিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা তরল পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে।
প্রেক্ষাগৃহের মাইক্রোব্লগিং পেজে উল্লেখ করা হয়েছে, “এটি ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের কারণে হুমকির প্রথম ঘটনা নয়। তবে আমরা দর্শকদের নিরাপদ পরিবেশে সিনেমা দেখানোর প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রাখব।”
পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই সিনেমা হলকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।
প্রথম ঘটনায় একজন সন্দেহভাজনকে শ্বেতাঙ্গ হিসেবে শনাক্ত করা হয়েছে, আর দ্বিতীয় ঘটনায় অপর একজনের বর্ণ ‘ডার্ক’ উল্লেখ করা হয়েছে। উভয় সন্দেহভাজনের বর্ণনা জনসাধারণের কাছে প্রকাশ করা হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    