

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘মিশর রহস্য’ ছবির মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন ত্রিধা চৌধুরী। পরে ‘আশ্রম’ ওয়েব সিরিজে ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
এক সাম্প্রতিক কথোপকথনে ত্রিধা জানান, পর্দায় কোনো অন্তরঙ্গ দৃশ্য করতে রাজি হওয়া মানে একজন শিল্পীকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়, কারণ প্রতিটি চরিত্রেরই নিজস্ব বাস্তবতা থাকে। ‘আশ্রম’-এ যে চরিত্রটি তিনি করেছিলেন, সেটির পরিপ্রেক্ষিতে ঘনিষ্ঠ দৃশ্য থাকা স্বাভাবিক। কিন্তু সেই দৃশ্য ধারণের সময় তিনি কখনোই তা উপভোগ করেন না—এটা একমাত্র কাজের প্রয়োজনে করা হয়। তিনি মনে করেন, সম্পাদনা বিভাগ চাইলে দৃশ্যগুলো আরও শৈল্পিকভাবে তুলে ধরতে পারত।
অভিনেত্রীর মতে, প্রোডাকশন টিমের দায়িত্ব থাকে যেন এমন দৃশ্য কোনোভাবেই অনাকাঙ্ক্ষিত প্ল্যাটফর্মে ছড়িয়ে না যায়। যদি এমন কিছু ঘটে, নির্মাতাদের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
ত্রিধা আরও বলেন, দর্শকরা অনেক সময় শিল্পীর বাস্তব জীবন এবং চরিত্রকে গুলিয়ে ফেলেন। পর্দায় বারবার নির্দিষ্ট ধরণের চরিত্রে বা ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেলে অভিনেত্রীকে ‘আকর্ষণীয়’ ট্যাগ দেওয়া হয়, যা বাস্তবতার সঙ্গে সঙ্গত নয়।
‘আশ্রম’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তিনি জানান, শুরুতে বেশ চাপ অনুভব করলেও শুটিং শুরু হওয়ার পর সহশিল্পী ববি দেওল এবং দলের অন্য সদস্যদের সহযোগিতায় কাজটি সহজ হয়ে যায়। পরিচালক প্রকাশ ঝাও তাকে সমর্থন ও দিকনির্দেশনা দিয়েছেন।
মন্তব্য করুন

