রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইনি পথে হাঁটলেন শিল্পা শেঠি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
ঐশ্বরিয়ার ও শিল্পা শেঠি
expand
ঐশ্বরিয়ার ও শিল্পা শেঠি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা গত কয়েক বছর ধরে বিভিন্ন আইনি জটিলতায় জড়িত রয়েছেন। পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রা জেলও খেটেছেন, পরে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে, যা এখনও আদালতে বিচারাধীন।

এবার শিল্পা শেঠি নিজের নাম, ছবি ও বিকৃত কনটেন্টের অপব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। মুম্বাই হাইকোর্টে দায়ের করা মামলায় কয়েকটি ওয়েবসাইট, ২৭ জন ব্যক্তি এবং আরও কিছু অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।

অভিনেত্রীর অভিযোগ, অনুমতি ছাড়া তার পরিচিতি ব্যবহার করে বাণিজ্যিক লাভ করা হচ্ছে। কিছু ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিসিয়াল প্ল্যাটফর্ম দাবি করে শিল্পার ছবি ও নাম ব্যবহার করছে।

এ ছাড়াও, বহু অচেনা ওয়েবসাইটে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে এবং এআই-নির্মিত বিকৃত ছবি ও ভিডিওও অনিয়ন্ত্রিতভাবে ছড়ানো হচ্ছে।

শিল্পার আইনজীবী সানা রঈস খান বলেন, দশকের পর দশক কঠোর পরিশ্রমের মাধ্যমে শিল্পা শেঠি তার পরিচিতি তৈরি করেছেন।

কোনো ব্যক্তি বা সংস্থা তার অনুমতি ছাড়া তার নাম, ছবি বা পরিচিতি ব্যবহার করতে পারবে না। এই অননুমোদিত ব্যবহার শিল্পার মর্যাদা ও সুনামকে ক্ষুণ্ন করছে, তাই আমরা আইনি পদক্ষেপ নিয়েছি।

তিনি আরও বলেন, ব্যক্তির পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনত অপরাধ। আদালতের কাছে আবেদন করা হয়েছে যেন এই অনৈতিক ব্যবহার বন্ধ হয় এবং শিল্পার পরিচিতি সুরক্ষিত থাকে।

উল্লেখযোগ্যভাবে, এর আগে অভিনেত্রী ঐশ্বরিয়া রায় ও তার স্বামী অভিষেক বচ্চনও অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহার ও বিকৃত কনটেন্ট ছড়ানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X