শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৭১ কে অস্বীকার, জুলাইকেও মানুষ ভুলে যাবে : পিয়া জান্নাতুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ পিএম
সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া
expand
সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া

আলোচিত মডেল, অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া বলেছেন, ইতিহাসকে বিকৃত করা বা সত্য আড়াল করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, আজ যেমন অনেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সত্য অস্বীকার করছে, ঠিক তেমনভাবেই আগামী ৫০ বছর পর জুলাই মাসের ঘটনাগুলো নিয়েও কেউ প্রশ্ন তুলতে পারে। ইতিহাসের প্রতিটি অধ্যায়ই বাস্তব, যেমন মুক্তিযুদ্ধ ছিল সত্য, তেমনি জুলাইয়ের ঘটনাও অস্বীকার করার সুযোগ নেই।

পিয়া আরও বলেন, আমরা যদি নিজেরাই ইতিহাস মানতে না চাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মও এগুলো নিয়ে অপপ্রচার চালাবে। ইতিহাসকে বিকৃত বা আড়াল করলে জাতি হিসেবে বড় সংকটে পড়তে হবে।

তিনি জোর দিয়ে বলেন, স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের যথাযথ স্বীকৃতি ও সংরক্ষণ নিশ্চিত করা না গেলে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বিভ্রান্তির মুখোমুখি হতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন