

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নায়লা নাঈম আবারও আলোচনায়। এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী এবার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, মানুষ নানাভাবে ধরে নিচ্ছে তার হাতে যেন অর্থের অশেষ ভাণ্ডার আছে। কিন্তু বাস্তবতা ভিন্ন।
তিনি লেখেন, আমার কি কেনিয়াতে সোনার খনি আছে? কুয়েতে তেলের খনি আছে? নাকি উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের গ্যাসক্ষেত্র পেয়েছি? তাহলে কেন সবাই ধরে নেয় আমি অর্থকুবের?
নায়লার ভাষ্য অনুযায়ী, পরিচিত-অপরিচিত-সবার কাছ থেকেই তিনি আর্থিক সহায়তার অনুরোধ পান। ফেসবুক ইনবক্সে, ট্যাগ করা পোস্টে কিংবা রাস্তায়-প্রায় সর্বত্রই কেউ না কেউ তার কাছে সাহায্য চান।
তিনি আরও জানান, নিজের বাসার ভেতর ও বাইরের পশু-পাখির দেখাশোনাতেই তার বড় অংশের খরচ হয়ে যায়। ঢাকার উচ্চ জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খেতে হয় প্রতিনিয়ত। দিন শেষে নিজের হাতেও তেমন টাকা থাকে না।
পোস্টে ক্ষোভ প্রকাশ করে নায়লা লিখেছেন, চাইবে এমনভাবে, যেন আমি না বলতে পারি না। কিন্তু আমারও তো সীমাবদ্ধতা আছে। পার্লার থেকে শুরু করে বিড়ালের খাবার, মাছওয়ালা, মুরগিওয়ালা, সবজিওয়ালা-কেউ বাদ নেই। সবাই হাত বাড়ায়। আমি কোথায় যাব? কার কাছে হাত পাতব?
সবশেষে তিনি অনুসারীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, আপনারাই বলেন, আমার কী করা উচিত?
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    