রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুই সন্তানের বাবার সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

দক্ষিণী তারকা সুনয়না ইয়েল্লা আবারও আলোচনায়, তবে এ বার কোনও নতুন সিনেমা বা ওয়েব সিরিজ নয়—ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন নিয়েই নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে তিনি। দুই সন্তানের বাবার সঙ্গে সুনয়নাদের প্রেম নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। খবর আনন্দবাজার।

২০২৪ সালে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে সুনয়না জানিয়েছিলেন যে তিনি ইতিমধ্যেই বাগ্‌দান সম্পন্ন করেছেন, তবে সঙ্গীর পরিচয় গোপন রাখতে চেয়েছিলেন। সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সেই রহস্য উন্মোচিত করেছে বলে মনে করছেন অনেকে।

সংযুক্ত আরব আমিরাতের কনটেন্ট ক্রিয়েটর খালিদ আল আমেরি নিজের জন্মদিনের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেই ছবিতে তার পাশে দেখা গেছে অভিনেত্রী সুনয়নাকে। এরপরই নেটিজেনদের প্রশ্ন—এই খালিদই কি সুনয়নার বাগ্‌দত্ত?

৪২ বছর বয়সী খালিদ দুই ছেলের বাবা। ২০০৭ সালে তিনি সালামা মোহামেদকে বিয়ে করেন এবং ১৭ বছর পর, ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। সেই সময় খালিদ একটি রহস্যময় আংটির ছবি পোস্ট করায় নতুন সম্পর্কে জড়ানোর জল্পনা ডানা মেলায়।

নেটিজেনদের দাবি, ওই সময়ই সুনয়না বাগ্‌দানের খবর জানিয়েছিলেন। ফলে সময়রেখা মিলিয়ে অনেকেই অনুমান করছেন—২০২৪ সালের জুনেই খালিদ ও সুনয়নাদের আংটিবদল সম্পন্ন হয়েছে।

সুনয়নাকে ঘিরে বিতর্ক নতুন নয়। ২০২৩ সালে তার তামিল ছবি রেজিনা মুক্তির আগে অভিনেত্রীকে ‘অপহরণ’ করা হয়েছে বলে খবর ছড়ায়। দু’দিন নিখোঁজ থাকার পর তিনি জানান, সবটাই ছিল প্রচারের স্টান্ট! এতে ক্ষুব্ধ হন অনুরাগীরা, এমনকি কেউ কেউ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও ভাবতে শুরু করেন। পরে সুনয়না ক্ষমা চেয়ে পরিস্থিতি সামলান।

দক্ষিণী সিনেমা থেকে ওটিটি সব জায়গাতেই নিজের জায়গা পাকা করেছেন সুনয়না। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখে তালা। তবু নেটমাধ্যমের ছবিগুলো দেখে ভক্তদের ধারণা, দুই ছেলের বাবার সঙ্গেই নাকি প্রেমে পড়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X