রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘মাই নাম্বার মাই স্টোরি: ১৬ ডেস অব অ্যাক্টিভিজম’-কে ঘিরে ক্যাম্পেইন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম
‘মাই নাম্বার মাই স্টোরি: ১৬ ডেস অব অ্যাক্টিভিজম’
expand
‘মাই নাম্বার মাই স্টোরি: ১৬ ডেস অব অ্যাক্টিভিজম’

জাতিসংঘ ঘোষিত ‘১৬ ডেস অব অ্যাক্টিভিজম’-এর চলতি বছরের প্রতিপাদ্য হচ্ছে নারীদের সাথে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে রেডিও স্বাধীন এবং এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড যৌথভাবে শুরু করেছে মাই নাম্বার মাই স্টোরি (#MyNumberMyStory) ক্যাম্পেইন.

যেখানে প্রতি মুহূর্তে, প্রতি দিনে কিংবা প্রতি সপ্তাহে একজন নারী অনলাইনে কতোবার হয়রানির মুখোমুখি হন, তা প্রকাশ করে প্রতিবাদ জানান অনন্য এক উপায়ে— সংখ্যাটি নিজের শরীরে লিখে।

ক্যাম্পেইন শুরু হতেই পরিচিত নারী মুখেরা-সহ দেশের অসংখ্য নারী সাহস করে তাদের সংখ্যা জানাতে থাকেন। প্রতিটি সংখ্যা হয়ে ওঠে একেক রকম প্রতিরোধের ভাষা, একেকটি প্রতিবাদের প্রতীক। এই সংখ্যার সঙ্গে উঠে আসে রাগ আর তাদের জীবনব্যাপী অন্ধকার অভিজ্ঞতা।

সেই সাথে এসব গল্পের নিচে কমেন্ট সেকশনে বাড়তে থাকে বিদ্রূপ, তাচ্ছিল্য। ডিজিটাল সহিংসতা নেয় এক নতুন রূপ। এই বাস্তবতা প্রমাণ করে, কাজ এখানেই শেষ নয়। ক্যাম্পেইন থেকে পাওয়া উপলব্ধি হিসেবে নিরাপদ ডিজিটাল পৃথিবী গড়তে নারীদের পাশে দাঁড়াতে হবে, আরো জোরে আওয়াজ তুলতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X