সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আল্লাহু আকবার’ স্লোগানে প্রকম্পিত জাবির সিনেট ভবন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম
ফল ঘোষণার আগমুহূর্তে শিক্ষার্থীরা ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে পুরো সিনেট ভবন প্রকম্পিত করে
expand
ফল ঘোষণার আগমুহূর্তে শিক্ষার্থীরা ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে পুরো সিনেট ভবন প্রকম্পিত করে

দুদিনের অপেক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে।

শনিবার বিকেল ৫টার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে।

ফল ঘোষণার আগমুহূর্তে শিক্ষার্থীরা ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে পুরো সিনেট ভবন প্রকম্পিত করে।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিকালে ফল ঘোষণার সময় সিনেট ভবনে উপস্থিত হন।

এই সময় শিবিরের নেতাকর্মীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ স্লোগান দেন, আর অন্যান্য শিক্ষার্থীরাও সঙ্গে সঙ্গে ‘আল্লাহু আকবার’ স্লোগান দিতে থাকেন।

এর আগে, ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণার সময়ও শিবিরের শিক্ষার্থীরা একই ধরনের স্লোগান দেন। এছাড়া হিজাবফোবিয়ার বিরুদ্ধে প্রতিবাদ, এবং স্বৈরশাসক হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করে সাধারণ শিক্ষার্থীরা। বিজয়ী ঘোষণার পর শিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা সিনেট ভবনের পাশে সিজদায় লুটিয়ে পড়েন।

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। নির্বাচনের ফল ম্যানুয়ালি গণনার কারণে প্রকাশিত হতে দুদিন সময় লেগেছে।

নির্বাচনে ছাত্রদলসহ চারটি প্যানেল এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী বয়কট করেছেন। ভোটাভুটির পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চারজন শিক্ষক পদত্যাগ করেছেন।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় ২৫ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। মোট ভোটার ১১,৮৯৭ জন, যার মধ্যে ছাত্র ৬,১১৫ জন এবং ছাত্রী ৫,৭২৮ জন। নির্বাচনে ভোটার উপস্থিতি প্রায় ৬৮ শতাংশ ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X