

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালের কর্মীদের জাতীয় নির্বাচনে দায়িত্ব না দেওয়ার আহ্বান জানানোয় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার এক বিবৃতিতে সংগঠনটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি যে আহ্বান জানিয়েছে, তা অযৌক্তিক ও বাস্তবতা বিবর্জিত। এসব প্রতিষ্ঠান বহুদিন ধরে অরাজনৈতিক ও সেবামূলক খাতে কাজ করে আসছে। তাদের কর্মীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করেছেন।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব শ্রেণির মানুষ এসব প্রতিষ্ঠানের সেবা নিয়ে সন্তুষ্ট। তাই তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই।
বিবৃতিতে তিনি সতর্ক করেন, অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ নির্বাচনী পরিবেশে বিভ্রান্তি ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। নির্বাচন কমিশন যদি রাজনৈতিক স্বার্থে প্রভাবিত এ ধরনের দাবি বিবেচনায় নেয়, তবে তা নির্বাচনী প্রক্রিয়ার জন্য ক্ষতিকর হবে।
শেষে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান— বিএনপির এই দাবি যেন গুরুত্ব না পায় এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে সবার প্রতি সমান আচরণ নিশ্চিত করা হয়।
মন্তব্য করুন
