

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০০ আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। এর মধ্যে দেড় শতাধিক আসনে জোরালোভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। পাশাপাশি ইসলামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠিত হলে প্রায় একশ’ আসন ছেড়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।
দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, মাঠপর্যায়ের সংগঠন ও পূর্বের ভোটভিত্তি বিশ্লেষণ করে সম্ভাব্য প্রার্থীরা গত কয়েক মাস ধরে নির্বাচনী এলাকায় সক্রিয় রয়েছেন।
রাজধানীর কাফরুল-মিরপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি সম্প্রতি বাইপাস সার্জারির কারণে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকলেও, তার অনুপস্থিতিতে প্রচার চালিয়েছেন মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতারা। ২০১৮ সালের নির্বাচনে এই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
রাজশাহী থেকে মুজিবুর রহমান, কুমিল্লায় তাহের
জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে আবারও লড়বেন। ১৯৮৬ সালে এ আসন থেকেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে সম্ভাব্য প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের—২০০১ সালের নির্বাচনে এই আসনেই জয়ী হয়েছিলেন তিনি। ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি তাহের এখন দলের অন্যতম নীতি-নির্ধারক ও প্রভাবশালী নেতা।
খুলনা থেকে মিয়া গোলাম পরওয়ার, কক্সবাজারে হামিদুর রহমান আযাদ
খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে লড়বেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। নিয়মিত নির্বাচনী সভা-সমাবেশে তিনি এলাকাব্যাপী প্রচারণা চালাচ্ছেন।
একইভাবে, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, যিনি ২০০৮ সালের নির্বাচনে এখান থেকে নির্বাচিত হয়েছিলেন।
সিরাজগঞ্জে রফিকুল ইসলাম, রংপুরে আজহারুল ইসলাম
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে প্রার্থী হবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
অন্যদিকে, দীর্ঘ ১৪ বছর কারাভোগ শেষে জামায়াতের নির্বাহী পরিষদের সিনিয়র সদস্য এটিএম আজহারুল ইসলাম রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসন থেকে প্রার্থী হবেন বলে নিশ্চিত করেছে দলটি।
চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুল, তরুণ প্রার্থীরাও এগিয়ে
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তরুণ নেতৃত্বের অংশ হিসেবে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সেলিম উদ্দিন, সুনামগঞ্জ-২ আসনে এডভোকেট শিশির মনির, পটুয়াখালী-২ আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা-১৩ আসনে মুহাম্মদ মোবারক হোসাইন।
দলীয় জরিপ অনুযায়ী, রংপুরের ৩৩টি, খুলনার ৩৫টি, রাজশাহীর ১১টি, চট্টগ্রামের ১২টি, সিলেটের ৬টি, বরিশালের ৩টি এবং ঢাকার বেশ কয়েকটি আসনে দলটি প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত এবার সরাসরি দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে। তবে ইসলামী দলগুলোর ঐক্য হলে সেটিই হবে তাদের প্রধান শক্তি।
মন্তব্য করুন
