

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী ঢাকা-৮ আসন (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর) এখন নির্বাচনী উত্তাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে ছেয়ে গেছে রাজনৈতিক দলের সক্রিয় প্রচারণা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. হেলাল উদ্দিন এই আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে।
পোস্টার-ফেস্টুনে উত্তাপ
মতিঝিল থেকে শাহজাহানপুর পর্যন্ত ব্যানার ও পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও নবাগত ইনকিলাব মঞ্চের নেতারা মাঠে সক্রিয়। স্থানীয়দের মতে, রাজনৈতিক প্রভাব বেশি বিএনপির, তবে জামায়াতের প্রার্থীও সমান শক্ত।
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা ড. হেলাল উদ্দিন বলেন, “জয়ী হলে ঢাকা-৮ আসনকে সুশাসন, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সেবার সবুজ মডেলে রূপান্তর করবো। দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়াই আমাদের অঙ্গীকার। প্রতিটি ওয়ার্ডে হেলথ কমপ্লেক্স স্থাপন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।”
বিএনপির প্রচারণায় মির্জা আব্বাস এগিয়ে
বিএনপির মনোনয়নপ্রত্যাশীর মধ্যে শেষ পর্যন্ত মির্জা আব্বাস ধানের শীষের প্রার্থী হিসেবে মাঠে নেতৃত্ব দিচ্ছেন বলে ধারণা। তার পোস্টার ও ব্যানার ইতিমধ্যেই এলাকা জুড়ে চোখে পড়ছে।
স্থানীয় নেতারা জানিয়েছেন, তার স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও নির্বাহী সদস্য হাবিবুর রশীদ হাবীবও প্রচারণায় অংশ নিচ্ছেন।
তবে জামায়াত প্রার্থী ড. হেলাল উদ্দিন প্রচারণায় পিছিয়ে নেই। তার পোস্টার-ব্যানার চোখে পড়ছে। আর তিনি প্রায় প্রতিদিন গণসংযোগ ও মনবিনিময় সভা করছেন।
নতুন মুখ ও ইনকিলাব মঞ্চ
তরুণ মুখ শরিফ ওসমান হাদী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এবং তরুণ ভোটারদের মধ্যে সাড়া ফেলেছেন। তিনি এলাকায় গণসংযোগ, চা-শিঙাড়া বিতরণ ও ভোটারদের পরামর্শ গ্রহণের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচারণা
মুফতি কেফায়েত উল্লাহ কাশফী (হাতপাখা প্রতীক) ভোটারদের কাছে ‘পরিবর্তনের রাজনীতি’ বার্তা দিচ্ছেন। দলটি বিভিন্ন ধর্মীয় সভার মাধ্যমে ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করছে।
ভোটার ও আসনের অবস্থা
ঢাকা-৮ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোট ভোটার ২,৭৬,৬৩৪ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৫৫,৩৫৭ ও নারী ভোটার ১,২১,২৭৭ জন। নির্বাচনী এলাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড ৮–১৩ এবং রমনার ওয়ার্ড ১৯–২১।
পূর্ববর্তী নির্বাচনে এখানে বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলই জয়ী হয়েছেন। ২০০৮ সালে নৌকা প্রতীকে রাশেদ খান মেনন জয়ী হন, এরপর তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ নির্বাচনে বাহাউদ্দিন নাছিম নৌকা প্রতীকে জয়ী হন।
মন্তব্য করুন