

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিনটি পদে শিবিরসমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা এগিয়ে আছেন বলে এক সাম্প্রতিক জরিপে উঠে এসেছে।
জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ন্যারেটিভ’।
শনিবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১৪টি আবাসিক হলের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
জরিপে দেখা গেছে, সহ-সভাপতি (ভিপি) পদে ৪১.৯ শতাংশ শিক্ষার্থী সাদিক কায়েমকে এগিয়ে রেখেছেন। ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খানকে এগিয়ে মনে করছেন ১৩.৯ শতাংশ, শামীম হোসেনকে ১৬.৫ শতাংশ এবং উমামা ফাতেমাকে সমর্থন করেছেন ৮.৮ শতাংশ শিক্ষার্থী। এ বিষয়ে মত দিতে অস্বীকৃতি জানিয়েছেন ২৪.৭ শতাংশ অংশগ্রহণকারী।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩২.১ শতাংশ শিক্ষার্থী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এস এম ফরহাদেকে পছন্দ করেছেন। ছাত্রদলের তানভীর বারী হামিম ও স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী সমানভাবে ১৬.১ শতাংশ করে সমর্থন পেয়েছেন, আর আবু বাকের মজুমদারকে পছন্দ করেছেন ১৩.৭ শতাংশ শিক্ষার্থী। এখনও সিদ্ধান্তহীন রয়েছেন ৩৩.৯ শতাংশ।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শীর্ষে আছেন মহিউদ্দিন খান, যার পক্ষে ভোট দিয়েছেন ৫২.৯ শতাংশ শিক্ষার্থী। ছাত্রদলের তানবীর আল হাদী মায়েদের পক্ষে ১৫.৯ শতাংশ, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আশরেফা খাতুনকে ৯.৪৯ শতাংশ এবং প্রতিরোধ পর্ষদের জাবির আহমেদ জুবেলকে সমর্থন করেছেন ৪.৭ শতাংশ শিক্ষার্থী। এ পদে এখনো সিদ্ধান্ত নেননি ৪০.৮ শতাংশ ভোটার।
তবে জরিপটি কেবল আবাসিক শিক্ষার্থীদের মধ্যে পরিচালিত হওয়ায় অনাবাসিকদের মতামত এতে অন্তর্ভুক্ত হয়নি।
মন্তব্য করুন
