

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই ভোট আয়োজনের রোডম্যাপ ঘোষণা করেছে এবং প্রয়োজনীয় প্রস্তুতিও নিতে শুরু করেছে। এবার প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রক্রিয়ায় যুক্ত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইসি’র সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা চালু করা হবে।
বুধবার প্যারিসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “অনলাইন ভোটিং এখনো নিরাপদ ও নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পায়নি। তাই আপাতত প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটই সবচেয়ে কার্যকর সমাধান।”
তিনি আরও জানান, নভেম্বরে ‘Postal Vote BD’ নামে একটি অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসী নিবন্ধিত ভোটাররা ব্যালটের জন্য আবেদন করতে পারবেন এবং তাদের আবেদন ও ভোট দেওয়ার পুরো প্রক্রিয়াটি অনলাইনে ট্র্যাক করার সুযোগ থাকবে। প্রবাসীদের ব্যালট সরাসরি সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে।
সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
