সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত জোটে যোগ দিচ্ছে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:০১ এএম
মাহমুদুর রহমান মান্না-ফাইল ছবি
expand
মাহমুদুর রহমান মান্না-ফাইল ছবি

এবার জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে যুক্ত হওয়ার গুঞ্জন উঠেছে মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক দল নাগরিক ঐক্যের।

শোনা যাচ্ছে, বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেওয়া নাগরিক ঐক্য জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে যাচ্ছে।

গুঞ্জণ সত্যি হলে, জামায়াত নেতৃত্বাধীন এই নির্বাচনি জোট ১২ দলীয় জোটে রূপ নেবে।

একটি সূত্র বলছে, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জোটের একাধিক নেতৃবৃন্দের যোগযোগ অব্যাহত রয়েছে। দুই-একদিনের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। মূলত বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করছেন মান্না।

এরমধ্যে বগুড়ায় জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামান আর ঢাকা-১৮ আসনে জামায়াতের জোট সঙ্গী এনসিপির নেতা আরিফুল ইসলাম আদীব। এর যেকোনো একটি সমাঝোতা করে জোটের ঘোষণা আসতে পারে। এরআগে গত বুধবার (২১ জানুয়ারি) বিএনপির জোট থেকে সরে আসার কথা জানায় নাগরিক ঐক্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X