সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি নেতা

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম
মাওলানা ফজলুল করিম, মোকফার উদ্দিন চৌধুরী
expand
মাওলানা ফজলুল করিম, মোকফার উদ্দিন চৌধুরী

ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। রবিবার (২৫ জানুয়ারি) ১১ দলীয় জোটের এ নেতা বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মোকফার উদ্দিন চৌধুরী বলেন, ‘১১ দলীয় জোটের অংশ আমরা। নিজেদের মধ্যে এমন অবস্থান চাই না, যাতে করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুবিধা পেয়ে যায়। জোটের বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

তিনি বলেন, ‘এলডিপির সভাপতি ভোলা প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবেন।’ ঘোষণার পর জামায়াতে ইসলামীর প্রার্থীর সঙ্গে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন তিনি।

রবিবার সকালে জামায়াতের প্রার্থী মাওলানা ফজলুল করিমের মায়ের মৃত্যুতে সমবেদনা জানান এলডিপি প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী। তিনি ফোন কলে মাঠ পর্যায়ের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ফজলুল করিমকে সমর্থন দেওয়ার কথা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X